জনৈক ছিদ্রান্বেষীকে

যাবতীয় ছিদ্র তুমি বোঝায়েছ নির্মম গাঁট্টায়,
এবার নিজের ছিদ্র অন্বেষণে লেগে যাও যদি
তা’হলে বাঁচিতে পারি (যদি পড়ে নির্লজ্জ ঠাট্টায়)
তোমার অসংখ্য ছিদ্র যদি পৌঁছে ঝাঁঝর অবধি
অবশ্য তখন তুমি একথাটা পারিবে বুঝিতে
যাহাদের দোষ দেখে নিশ্চিন্তে কাটালে এতকাল
তুলনায় তাহাদের ছিদ্র কম, মনের পুঁজিতে
ইজ্জতের দরিয়ায় পানি পায় তাহাদের হাল।

নিজেকে নিচ্ছিদ্র ভেবে এ যাবৎ করেছ যে ভুল
যার জন্য অপরের প্রাণ আজ হ’ল ওষ্ঠাগত
অথচ তোমার চিত্ত পুলকিত নাচায় লাঙুল
অহংকারে বৃদ্ধাংগুষ্ঠ হয় পক্ব কদলীর মত
সে ভুল ভাঙিতে নিজ ছিদ্র পানে তাকাও অবুঝ
দেখিবে সেখানে আর স্বাস্থ্য নাই আছে শুধু পুঁজ।।