কাক

নাচিয়ে ময়ূরপুচ্ছ কতকাল ঠকাবে হে কাক!
শৈশবে ঠকেছি বটে কিন্তু এই সাবালক কালে
অকাল বার্ধক্য প্রান্তে (অবরুদ্ধ সমাজ শেকলে)
ঘটে বুদ্ধি জমিয়াছে অবশ্যই দু’ এক ছটাক।
ক্রমাগত ঠকে ঠকে মাথায় পড়েছে প্রাজ্ঞ টাক
তোমাকে চিনেছি তাই বহু কষ্টে পড়িয়া বেতালে;
কওমের সর্ব ক্ষেত্রে ও ময়ূরপুচ্ছের আড়ালে
যদিও চলেছ তুমি পেটায়ে আপন জয়ঢাক

প্রকৃত স্বরূপ তুমি আড়ালে রাখিতে যতবার
করেছ অব্যর্থ চেষ্টা ব্যর্থতায় ততবারই জানি
নির্ভেজাল তব কান্তি খুলে গেছে সম্মুখে সবার
প্রতি অসতর্ক ক্ষণে বিপদের মুখে সাবধানী
স্বভাব যায় না মলে তাই তুমি এসেছ আবার
নিপুণ অদৃশ্য হাতে শিখীপুচ্ছ আবরণ টানি
দুর্বুদ্ধির দুর্গ হতে…