কাসাসুল আম্বিয়া

‘কাসাসুল আম্বিয়া যে কেতাবের নাম।
নবী সকলের কথা যাহাতে তামাম।’

যখন বিভ্রান্ত প্রাণ বঙ্গাহীন তাজীতে সওয়ার
অস্তি বা নাস্তির প্রশ্নে বাড়ায় চিত্তের ব্যাকুলতা,
অথবা মৃত্যুর তীরে খোঁজে সে ক্ষণিক মাদকতা;
কাসাসুল আম্বিয়ায় পাই আমি সমাধান তার।
জানি সে সমুদ্র এক অন্তহীন, অশেষ, অপার,
তরঙ্গ সংঘাতে যার উদ্ঘাটিত নবীদের কথা,
আদমের সৃষ্টি থেকে মানুষের ধারাবাহিকতা
উত্থান-পতন-দ্বন্দ্বে পাই না যে রহস্যের পার।
কখনো জান্নাত ছেড়ে আসি নেমে কঠিন মাটিতে,
কখনো বা মনে হয় জিন্দেগানি নির্দয়, নির্মম,
অগ্নিকুণ্ডে জাগি আমি কখনো বা পুষ্পল হসিতে,
কখনো বা পার হই অতলান্ত প্লাবন বিষম।
মানুষের উর্ধ্বগতি আঁকি মনে কল্পনা তুলিতে
(যে উচ্চতা জিব্রাইল করিতে পারেনি অতিক্রম)।।