খা’জা নকশ্‌বন্দ

মাটির সুরাহি তুমি রংগিন করেছ ওগো ধীর!
মাটি বুঝি কথা কয়- তনুর মৃত্তিকা কথা কয়!
অচেনা পাহাড় থেকে পাখী এসে বাঁধে তার নীড়;
কুলায় মুখর করে; উড়ে যায় আসিলে সময় …
উড়ে যায়, উড়ে যায় (চিরদিন স্তব্ধ থাকে পাখী,
চিরদিন স্তব্ধ থাকে মাটি) তোমার মৃত্তিকা কথা কয়!
তোমার মাটি ও হাওয়া প্রাণ-অগ্নি সিন্ধু স্রোতে থাকি
খোঁজে সে যাত্রার ক্ষণ; তারপর আসিলে সময়

পাখীদের দল ছেড়ে যে যায় জান্নাত-পথ পানে
সে নহে মৃত্তিকা। আত্ম! অজ্ঞাত দুরূহ কোন দেশে
সুরাহি চিত্রিত করি পাড়ি দিলে তুমি অবশেষে
কোন্ মঞ্জিলের পথে, মাশুকের অন্তহীন টানে?
হে মৃত্যু বিজয়ী! আজ আমার অন্তর যাক্ ভেসে
তোমার পরম সত্য- স্মরণের মুগ্ধ মৌন গানে।