কিঞ্চিৎ

ধরা না পড়ার বিদ্যা আয়ত্ত করেছ এতকাল,
ধরা পড়লেও যাতে পথ খুঁজে পাও তার তরে
ক’রে যাও আয়োজন ওরে মন ভিতরে ভিতরে
কিঞ্চিতের মহিমায় মুগ্ধ যেন হয় মহাকাল।
শূন্যোদর পকেটের যে কিঞ্চিৎ ফেরায় কপাল
লাল বাতি জ্ব’লে ওঠে যার ফলে নিত্য বহু ঘরে
তাহারি ভগ্নাংশ তুমি ছেড়ে দিও নিশ্চিন্ত অন্তরে
বে-চাল হোয়ো না দর কষাকষি করিলে বাচাল।

কারণ কুড়িয়ে তিল করে জ্ঞানী পূর্ণ এক বেল
‘কিঞ্চিৎ’ বৃহৎ হয় যার আছে কুড়ানোর হাত
অনায়াসে ঘুমাবে সে নাকে দিয়ে সরিষার তেল
শহরের সমতুল্য হবে তার সুদূর দেহাত
বুঝিয়ে এসব কথা জামানার হে পোক্ত ফাজেল
কিঞ্চিৎ খরচ করি’ শুভক্ষণে ফেরাও বরাত।।