ল্যাজ

দেখেছি আজব প্রাণী পুণ্যের দৌলতে।
কৃত্রিম ল্যাজের গর্বে বেহায়া পল্লীর
পদলেহী জন্তু দল চলে কোন মতে
ল্যাজের জৌলুষ করি’ সম্মুখে জাহির।
যাবতীয় অভাজন দেখি সে চটক
দন্ত বিকশিত করে কথা নাহি বলে
ল্যাজ-বাহী বোঝে না সে বিদ্রূপের টক
গুরু-ভার ল্যাজ টেনে চলে আস্তাবলে।

গোলামীর পুরস্কার সুদীর্ঘ লাঙুল
দীর্ঘ তার ইতিহাস পদলেহনের
অনেক নির্লজ্জ ডালি- ইচ্ছাকৃত
ভুল সুগম করেছ পথ এ দীর্ঘ ল্যাজের
সহজে মেলেনি ভাই ল্যাজের খেতাব
ব্যঙ্গ করে বৃথা যারা ফাজিল স্বভাব।