মেরুদণ্ডহীন ও মেরুদণ্ডবিশিষ্টের আলাপ

‘শিরদাঁড়া নাই যে সব প্রাণীর
তারাই রয়েছে স্বপ্নপাড়ায়,
শিরদাঁড়ওয়ালা প্রাণীরা বৃথাই
অশান্তি আর বিপদ মাড়ায়।
বুদ্ধিবিহীন সেই প্রাণীগুলো
অপমৃত্যুর সাম্নে দাঁড়ায়;
মরে শেষতক যন্ত্রণা নিয়ে
দুভাগ্যের কঠিন তাড়ায়।’

‘মেরুদণ্ডের ইশারা যেমন
দুনিয়ার বুকে খাড়া পাহাড়
ঝড়ে ও তুফানে প্রলয় প্রাবনে
উর্ধ্বমুখী সে রয় নিসাড়।
কেঁচোর মতন সহজপন্থা
মেনে নিতে তার রয়েছে মানা।
সংকল্পের প্রতীক।… সহজ
সমর্পণটা নাই তো জানা।’