ময়নামতী মাঠে/চার

ময়নামতীর মাঠে এই খেলা চলে প্রতি রাতে,
ফিরে আসে প্রতি রাত্রে ভ্রাম্যমাণ জিনের শা’জাদা!
কেন? তা বলে না কেউ (যে বলে সে বাঁচে না প্রভাতে)!
ইঙ্গিতে বুঝেছি শুধু মন যার দুধে ধোয়া সাদা
কলমীলতার মত এ মাটির কন্যা যে কোমল
জিনের শাজাদা কভু ভুলেছিল তার কাল চোখে,
তখনো সে বোঝে নাই বুকে নিয়ে কি ব্যথা নিতল
অবেলায় ঝরে ফুল (কিম্বা জ্বলে আতসী ঝলকে)।

আগ্নেয় প্রশ্বাসে তার সে ফুল নিমেষে ঝরে যায়,
উড়ে যায় বনপাখী ছায়া শুধু পড়ে থাকে তার।
ময়নামতীর মাঠে কাঁদে তাই রাত্রির হাওয়ায়
সে মন, ছায়ার সাথে খোঁজে মিল যে লুব্ধ কায়ার,
সে চায় বাঁচাতে এই পৃথিবীর আশা, ভালবাসা
ময়নামতীর মাঠে কাঁদে তার অতৃপ্ত পিপাসা।।