ময়নামতীর মাঠে/দুই

অমা অন্ধকার কালো ঝড়ো রাঁতে দুরন্ত দুর্বার
ঘোড়ায় সওয়ার হয়ে ঝড়-গতি মাঠ থেকে মাঠে
ঘোরে সে ঘূর্ণীর মত; আকাশের নিরুদ্ধ কপাটে
দীউয়ানার আহাজারি প্রতিহত হয় বারম্বার।
আঁধারে যায় না দেখা, মনে হয় সে ঘোড়সওয়ার
কালো ঘোড়া নিয়ে তার খুঁজে ফেরে দিকদিগন্তর,
চাপ চাপ অন্ধকারে মিশে থাকে ঘোড়ার কেশর;
আতশী যন্ত্রণা শুধু অনুভব করা যায় তার।

ঝাউ শাখা ভেঙে পড়ে তার সেই আগ্নেয় প্রশ্বাসে!
সমস্ত মাঠের বুক বিক্ষত ঘোড়ার পদতলে
দলিত, মথিত, পিষ্ট! নামে আকাশের আঁখিজলে
কি সান্ত্বনা (শেষ হয়ে যায় ঝড় বৃষ্টির আশ্বাসে)!
এ কাহিনী পুরাতন, তবু বৃদ্ধ জয়ীফেরা বলে
কালবৈশাখীর রাতে সে ঘোড়সওয়ার ফিরে আসে।।