মুজাদ্দিদ আলফেসানী

হাজার বছর পরে সে হিলাল উঠেছিল জেগে
হিন্দী বোত-খানা ফুড়ে নিখিল বিশ্বের কূলে কূলে,
অগণন মিথ্যাচারে নমরুদের সাজানো পুতুলে
বিপুল আঘাত হেনে লক্ষ সমুদ্রের প্রাণাবেগে
কোটি শুষ্ক গুলিস্তানে এনেছিল জোয়ার আবেগে
মুক্ত প্রাণধারা!- তবে পারেনি রুধিতে কারা-দ্বার;
সেলিমের শিরস্ত্রাণ ধুলায় হ’য়েছে একাকার
মুক্তপ্রাণ সাধকের সত্যের দুর্জয় স্রোতাবেগে!

প্রজ্ঞার তরঙ্গ জাগে সে অগাধ সমুদ্রের বুকে
(সিরহিন্দ্ উপল পথে উঠিল যা একদা বিচ্ছুরি)
মোছেনি সে প্রাণ-ধারা আঘাতে, ব্যথায়, তিক্ত দুখে!
পারেনি থামাতে তারে অহঙ্কারী মোগলের ছুরি।
তৌহিদের সত্যে দীপ্ত পরিপূর্ণ সেই মুক্ত রবি
হাজার বছর পরে এনেছিল মদীনার ছবি।।