মুক্তি স্বপ্ন

আমার বিশ্রান্ত মন ঈগলের উদ্দাম পাখায়
সঙ্কীর্ণ গণ্ডীকে ভেঙে হতে চায় সুদূরে উধাও,
মন্থর নদীর স্রোতে ভাসমান এ ভাটির নাও
তীব্র আবর্তের মুখে যেতে চায় এ যুগ-সন্ধ্যায়।

মরণের মুখোমুখি এ দিনের বিষাক্ত হাওয়ায়
দুর্বিষহ জিন্দেগানি, জীর্ণ প্রথা গতানুগতিক,
এবার আসুক মুক্তি প্রান্তরের কিম্বা সামুদ্রিক
উচ্ছসিত প্রাণশক্তি পূর্ণ হোক কানায় কানায়।

দুঃস্বপ্নের রাত্রি শেষে তাই জাগে সুর প্রার্থনার:
স্বর্ণ ঈগলের মত মুক্ত হোক এই বন্দী মন,
আসুক পল্বলে ফিরে জীবনের বিপুল স্পন্দন
দীনতার সব গণ্ডী ভেঙে যাক প্রাণের জোয়ার;

সব ভ্রান্তি দূরে যাক, পুড়ে যাক মিথ্যার বন্ধন;
বলে যাব মুক্ত কণ্ঠে এ পৃথিবী তোমার আমার।