মুশ্‌তারি সিতারা

তোমাকে মুশ্‌তারি তারা জীবনে দেখেছি যতবার,
জেগেছি বিস্ময়ে তত। প্রথম শৈশব দিন থেকে
আশ্চর্য বিস্ময় আর আলোকের স্বপ্ন ছবি এঁকে
ঘিরেছে মাধুর্যে তুমি মোহমুগ্ধ কৈশোর আমার।
সে মাধুর্য, সেই দীপ্তি কেটেছে অনেক তমসার
অনেক ফেনিল রাত্রি। দূরত্বের অন্তরাল রেখে
অবাধ আলোকরশ্মি দিক প্রান্তে গেছে মোরে ডেকে
সুবিশাল সৃষ্টিচক্রে যেথা তুমি স্বাক্ষর স্রষ্টার।

যৌবনের প্রান্তে দেখি পরিচিত এই পৃথ্বিতল
অচেনা আকাশনীলা অতিক্রম করার প্রয়াসে।
আলোকের গতি চায়, শিশির কণিকা দূর্বাঘাসে
রাত্রিশেষে হয় আজও এ দৃষ্টিতে তারকা উজ্জ্বল;
মুক্ত পক্ষ মন যোর উড়ে যায় একান্ত আশ্বাসে
যেখানে তোমার কক্ষে আলোকের রহস্য নিতল।।