নাস্তিকের প্রার্থনা

[একজন নাস্তিকের স্বীকারোক্তি]

যখন শুনেছি আমি মৃত্যু আছে সূর্যেরও, অম্লান,
অগণন জ্যোতিষ্কের ভাগ্যলিপি মৃত্যু দিয়ে ঘেরা,
তখনি হ’য়েছে মনে এ আকাশ রহস্যের ডেরা;
তখনি হয়েছে মনে এ জীবন ক্ষণিকের গান।
সংজ্ঞা খুঁজে সময়ের দাড়ায়েছে শংকাহত প্রাণ;
ভেবেছি অচিন্ত্য দূর কক্ষে যারা করে ঘোরাফেরা
প্রাণের স্ফুলিঙ্গ নিয়ে সংখ্যাহীন জোনাকি মেয়েরা;
কালের অরণ্যে হবে সহজে তাদের অন্তর্ধান।

আশ্চর্য রহস্যময় সময়ের এ পথ-নির্দেশ
(ভেবেছি এ কথা যত হয়েছি ততই অন্যমনা),
জীবনের মতো সত্য মৃত্যু আর তমিস্রার দেশ
সব সংশয়ের মুখে গেছে তুলে আশ্চর্য মূর্ছনা
অজানা ভয়ের; স্তব্ধ সঙ্গীতের। আর নিরুদ্দেশ
ঊর্ধ্ব শূন্যে গেছে মিশে নাস্তিকের নীরব প্রার্থনা।।