নীল হাওয়া

চর্ম চক্ষে দেখিতেছি য়োরোপের সোনালি প্রগতি
(মূর্খ এলিয়ট ভনে: সে সভ্যতা ফাঁপা মানুষের!
আমি তো দেখেছি জেগে কি বিশাল তার পরিণতি!
প্রকৃত জান্তব সুখ রূপ পেল সে বস্তু-লোকের
স্বল্পস্বর্গে! তনুময় নগ্নতার সে কী সমারোহ।
যে হৈমন্তী স্বাধীনতা মজ্জাগত কুকুরের হাড়ে
পাশবিক যৌবনের মনে জাগে সুদূর যে মোহ
পশ্চিমের নীল হাওয়া ভেসে এল সে ঐশ্বর্যভরে)।

জাগার প্রগতি সেই (যদি বেশী বাধা নাহি পড়ে
য়োরোপের নীল হাওয়া ফোটাবে এ শ্যামল মুকুল,
ন্যুডিজম মুক্তি পাবে একদিন পথে আর ঘরে।
নীল দরিয়ার ঢেউ মানে নাই কখনো দুকূল)।
সে স্বপ্ন ভাসিছে মনে মধ্য পথে জাগায়ে সংশয়:
হয়তো সহজ হ’বে যৌন বন্ধুত্বের বিনিময়।।