নিলাম

হাওড়া ব্রিজের কাছে প্রাতঃকালে স্পষ্ট দেখিলাম
বহু অব্যবসায়ী সংগৃহীত শস্তা তুরঙ্গম
পাড়ি দিয়ে বহু পথ জমায়েছে এ সাধু সংগম
পূর্বোক্ত পুলের কাছে বসায়েছে জরুরি নিলাম।
অভিযোগ ছিল কিছু কিন্তু মুখে ছিল যে লাগাম
তারি ক্রমবিবর্ধিত চাপে প’ড়ে বিকৃত বদন
কথার বদলে শুধু ম্লান রক্ত করিল বমন
জরুরি তাগিদে তবু অফিসের পথ ধরিলাম।

‘অস্তে গেলা দিনমণি আইলা গোধূলি’ রাজপথে
আমাদেরও ছুটি হ’ল, চোখে ভাসে হরিদ্রা বর্ণের
উজ্জ্বল শীতের ফুল – তবু পথ চলি কোন মতে
নিলামের ফলাফল দেখে নিতে হাওড়া ব্রিজের
সম্মুখে আসিয়া দেখি ভিড় সেথা নাই কিছু আর
শুধু প’ড়ে আছে পথে কতিপয় অকর্মণ্য হাড়।।