নির্বিষ

ভাঙা নীল-কুঠিবাড়ী, চারদিক তার
শেয়াকুল কণ্টকিত। সন্ধ্যায় সেখানে
সাপের পাহারা, সাপ! সকলেই জানে

শঙ্খচুড়, পদ্মরাজ- ভিড় গোখুরার।
অনেক বছর আগে যে পাতাবাহার
ম’রে গেছে অবেলায় অতৃপ্ত তৃষ্ণাতে
সেখানে (সকলে বলে) শ্বাপদের সাথে
জোনাকি আলোয় ঘোরে মৃত আত্মা কার।

একদিন সে কুঠির ভেঙে পড়া ভিতে
শুনিলাম একবার দোয়েলের শিস,
মৃদুস্বর, আর্তনাদ- যেন প্রতি ইটে,
বাঁকা চাঁদ দিকপ্রান্তে সন্ধ্যার আশিস।
কে যেন বলিল মৃদু: হ’য়েছি নির্বিষ
মৃত গোখুরার সাথে মিশেছি মাটিতে।।