‘নিরপেক্ষ’ প্রেমানন্দ গোস্বামীকে

ধর্মনিরপেক্ষ বলে অধর্মটা নেই নাকি?
কেমন করে অধর্মকে আজকে বলো দেই ফাঁকি?
বলদ খাওয়ার অপরাধে ধর্মভীরুর হয় বলি,
মানবতার উঠলে আওয়াজ তারেও সাথে দেই ঢাঁকি।।

ধর্ম থেকে আদৰ্বাদ, কৃষ্টি এবং সভ্যতা,
ধর্মনিরপেক্ষ দেশে পালিয়ে বেড়ায় ভব্যতা!
বড়াই তবু কমে না তার, তাকায় যখন এক চোখে;
শালীনতার মানলে শাসন কোথায় থাকে নব্যতা।।

ধর্মনিরপেক্ষ মুলুক নাচে গরুর গৌরবে,
ছড়িয়ে পড়ে পুণ্য গাথা চার পেয়েটার সৌরভে,
কিন্তু যারা করেনি ঐ গরুর ঘরে দণ্ডবৎ
হয়তো আজো আছে বেঁচে জ্যান্তে-মরা রৌরবে।।

ধর্মনিরপেক্ষ দেশে নাইকো শরম পণ্ডিতের,
ধর্মনিরপেক্ষ ভাবেই চায় সে দাফন খণ্ডিতের!
দিন হিসাবে দাঙ্গা বাড়ায়!… সংখ্যালঘুর বরাত জোর
ধর্মনিরপেক্ষ দেশে তাই সে দলে দণ্ডিতের।।

‘মাৎস্যন্যায়’- নীতির সেরা, …কাজেই যারা মছ্লিখোর
দুর্নীতিকে নীতির নামে দেয় চালিয়ে বেদম জোর

(ইচ্ছা করে সব কিছু খাই)!… ব্যাপার দেখে ব্যঙ্গবিদ
রুবাই লিখে রাত্রি কাটায় হায়াত দারাজ সূর বিভোর।।