নিষ্প্রদীপ

মানুষ খুঁজিয়া ফিরি জনতায়: মানুষ কই?
পথে প্রান্তরে এ মনে আমার নিষ্প্রদীপ,
জাগল না আর তিমির সাগরে আলোর দ্বীপ,
ব’য়ে মরি মৃত প্রবালের বোঝা হাড় অথই;
মানুষ কই?

তোমাকে তো আমি খুঁজেছি বন্ধু অনেকদিন,
চিনতে পারিনি কখনো তোমাকে পাশে থেকেও,
প্রদীপ নেভানো যে রাত্রে আমি দৃষ্টিহীন-
নিষ্প্রদীপ সে ভোলালো তোমাকে পাশে রেখেও!
আমাকে খুঁজতে জানি তুমিও যে ভয়-ব্যাকুল!
শুধু কি আড়াল নিষ্প্রদীপের- তিমির ভুল?

তা তো নয় জানি- জনতার ভিড়ে সঙ্গীহীন
এ চোখে, এ মনে আলো নিভে গেছে অনেকদিন
-অনেকদিন,
তাইতো তোমাকে ভুল হয় পেতে, পাও না তুমি,
জনতার মাঝে তাই দেখো কোন্ শ্বাপদ-ভূমি,
তোমাদেরো আমি পারি না চিন্তে পালাই ভয়ে;-
একলা রই।
মানুষ কই?

মানুষ কই?
এ যে প্রেতপুরী প্রেত-জনতার কালো মিছিল,
তিমিরাবরণে নাই হেথা ফাঁক মুক্তি নীল,
সঁড়াশির মত শীর্ণ হাতের প্রবল চাপে।
শ্বাস রোধ করে দিতে চায় হায় সবল চাপে;-
পাশে চেয়ে দেখি জনতার মাঝে সঙ্গীহীন
চির-পরিচয় ভুলে যাওয়া আজ এ দুর্দিন
কালো অথই।
মানুষ কই?
মানুষ কই?