নদীর দেশ

পদ্মা, মেঘনার দেশ; চিত্রা, হেনা, তিতাসের দেশ
-যে দেশে রজতরেখা, কর্ণফুলী, কপোতাক্ষী আর
গোমতী, যমুনা, তিস্তা, মধুমতী, হরিণ-ঘাটার
বহমান গতিস্রোত খুঁজে ফেরে পূর্ণতা অশেষ;
অসংখ্য নদী ও নদে যে দেশের মাঝি নিরুদ্দেশ
গেয়ে যায় ভাটিয়ালী, স্বপ্নে দেখে যে দেশ আমার
সুপ্তোত্থিত, সাথে নিয়ে অভিজ্ঞান – মুঠো মৃত্তিকার
এসেছিল এ জমিনে একদা জালালী দরবেশ।

এ মাটিতে মিশে আছে আরবের সেই মাটি আর
একটি অদৃশ্য নদী বয়ে যায় মদিনা অবধি
লক্ষ কোটি উম্মতের অশ্রু-তপ্ত যার স্রোতোধারা
চলে দুর্নিবার, পথে থামে না সে বাধা পায় যদি
কত বাঁক পথ ঘুরে জানি না সে কোন্ সুর্মা নদী
মদীনার সাথে যোগ রাখিয়াছে এ পাক বাংলার।।