নৈশ কুকুরের ডাক

নৈশ কুকুরের ডাক স্তব্ধতা ভাঙায় ক্ষণে ক্ষণে
রাত্রির কোমল বর্ণে দিয়ে যায় সুতীব্র আঁচড়
অজ্ঞাতে এল কি চোর তন্দ্রাতুর গৃহস্থ প্রাঙ্গণে
অথবা মৃত্যুর মুঠি তুলিয়াছে উদ্যত পাথর
(আধো ঘুমে অন্ধকারে)! এখানে কি বাতাস বহে না
সমস্ত মৃত্তিকা বুঝি ফিরে যায় নিজের সত্তায়;
জমাট বাঁধার আগে যে পেয়েছে সমুদ্রের ফেনা
ঘুম-শ্রান্ত চোখ মেলে ফিরিছে সে রাত্রির হাওয়ায়
ধূমল আকাশ-প্রান্ত দীর্ণ করি কুকুরের স্বর
কোথায় অনেক দূরে মিশে যায় রাত্রির হাওয়ায়,
যেমন হারায়ে গেল ধূলিস্রোতে প্রাচীন মিশর
মমির বিদ্রূপ রেখে করোটি-বন্ধুর সাহারায়,-
নৈশ কুকুরের ডাক মিশে যায়, দূরে মিশে যায়-
আমাকে ঘিরিয়া ফেলে মিশরের প্রেতায়িত স্বর।।