নতুন সফর

পাল তুলে দাও, ঝাণ্ডা ওড়াও; সিন্দবাদ!
এল দুস্তর তরঙ্গ বাধা তিমিরময়ী।
কি হবে ব্যর্থ ক্লান্ত রাতের প্রহর গুণে?
নতুন সফরে হবে এ কিন্তী দিগ্বিজয়ী।

তরঙ্গ মুখে জাগে কত ভয়;- কে জানে আজ?
দ্বিধা সংশয় কত জমা হয়;- কে মানে আজ?
কে ছোটে হারানো গীতিকার পিছে মিথ্যাময়ী?
এ ঝড়-তুফানে জাগো দুর্বার দুঃসাহসী;
নতুন সফরে হবে এ কিশ্তী দিগ্বিজয়ী।

নয়া বুনিয়াদ গ’ড়ে তুলি নব স্বপ্নসাধ,
পাল তুলে দাও, ঝাণ্ডা ওড়াও; সিন্দবাদ!

পাল তুলে দাও, পাল তুলে দাও, মেনো না মানা;
দূরান্তচারী স্বপ্ন এ মনে দিয়েছে হানা।
কা’রা বাধা দেয়? কূপমণ্ডুক কে ভীরু প্রাণী?
চার দেয়ালের সীমানার ঘের মোরা না জানি!
মুক্ত ভোরের প্রথম সূর্য চির আযাদ!
পাল তুলে দাও, ঝাণ্ডা ওড়াও; সিন্দবাদ!

ভোলো জীবনের ম্লান অবসাদ- চরম ক্ষতি,
দেখ চেয়ে দেখ মুক্ত প্রাণের অবাধ গতি!
আয়েশী রাতের বাযুতে আত্মসমর্পণ,
ভুলে যাও তুমি সে অপমৃত্যু- কাল মরণ,
শহীদী রক্তে খুঁজে নিতে প্রাণ নাও শপথ;
উড়ুক পথের প্রহরা- বাধার এ পর্বত।

বন্দী যেখানে বহুশতকের ক্লান্ত শ্বাস,
আবার সেখানে দিয়ে যাও তুমি প্রাণোচ্ছাস,
জ্বালাও যয়ীফ, মুর্দা দিলের আবর্জনা;
নিত্য-নূতন পুতুল পূজার এ লাঞ্ছনা,
শেষ হ’য়ে যাক, সুদূরে মিলাক ক্লান্ত শ্বাস-
এই অকারণ উৎকণ্ঠার পাশব ত্রাস।
জীবনের চেয়ে দৃপ্ত মৃত্যু তখনি জানি
শহীদী রক্তে হেসে ওঠে যবে যিন্দিগানি,
নতুন সফরে শুরু হোক আজ জীবন সেই;
মুক্ত প্রাণের রোশ্নিতে ভয় শঙ্কা নেই।
কা’বা-কেন্দ্রিক জীবনের এই পরিক্রমা!
ক্লান্ত রাতের সংশয় মনে রেখো না জমা,
সব দরিয়াকে বাঁধবে তোমার ইত্তেহাদ;
সব প্রতিরোধ ভাঙবে তোমার এই জিহাদ।

জিহাদের মাঝে জানি শুধু আছে যিন্দিগানি,
চলো সেই পথে মুক্ত প্রাণের হে সন্ধানী!
পাড়ি দাও স্রোত কঠিন প্রয়াসে অকুতোভয়;-
এই নিশীথের তীরে হবে ফের সূর্যোদয়।
বাধার পাথারে কিশ্তী ভাসানো স্বপ্নসাধ,
পূর্ণ করেন মালিক আল্লাহ-আল্ আহাদ্।

এক আল্লাহর দাস ছাড়া কারো ভৃত্য নও,
হক ইনসাফ, সাম্য ন্যায়ের ঝাণ্ডা বও,
বনি আদমের ব্যুহ মাঝে তুমি জানাও আজ
নতুন চেতনা গড়ে নিতে তার নয়া সমাজ।

দ্বীপ হ’তে দ্বীপে বিদ্যুৎ ঝড়ে এই খবর
পড়ুক ছড়িয়ে, যাক্ সে জ্বালিয়ে মৃত কবর,
মুক্ত প্রাণের ইয্যত্ পেতে নিক শপথ
সারা দুনিয়ার বন্দী পাথার, রুদ্ধ পথ
খিযিরের সাথে ঝড়-সংঘাতে অগ্রগামী
নব জীবনের অভিযানে আর যেও না থামি’।

পাল তুলে দাও, ঝাণ্ডা ওড়াও; সিন্দবাদ!
এল দুস্তর তরঙ্গ বাধা তিমিরময়ী!

কি হবে ব্যর্থ ক্লান্ত রাতের প্রহর গুণে?
এ ঝড় তুফানে জাগো দুর্বার দুঃসাহসী;
নতুন সফরে হবে এ কিশ্তী দিগ্বিজয়ী।