অ-কাঠ

তোমার স্মরণ নিই হে গদ্দীনশীন
পীরজাদা! নিতান্তই প্রাণের খাতিরে
আমরা জ্বেলেছি দুঁহু ধর্মের বাতিরে
ব্যবসা সুবাদে তারে করেছি রংগিন।
তোমারি মতন আমি মেনে চলি দ্বীন
বিশেষ চাক্তি হেতু; জানি তারপর
কাঁচা বাড়ি হ’য়ে যায় তে-মহলা ঘর,
না-খোশ মেজাজ হয় অতীব মসৃণ।

তোমার দেখানো রাহে পীরজাদা আমি
হালাল রুজীর পথ করি অন্বেষণ
বিনা মেহনতে মোর ফলপ্রসূ বন
(বাপের মুরীদ) নিত্য দেয় যে সেলামী
তাতেই আমার ভাগ্যে ঘটে অঘটন
বেড়ে ওঠে রৌপ্য স্থূপ গৃহে দিবাযামী।