অশান্ত পৃথিবী

অশান্ত পৃথিবী আজ, … শান্তিহারা মানুষের মন
ব্যাধিগ্রস্ত। বাহিরের আড়ম্বর অথবা জৌলুষ
মুছিতে পারে না এই মরণের কদর্য কলুষ;
পারে না সান্ত্বনা দিতে তাকে আর গতির স্পন্দন।
পরেন্দা তাজীর মত ঊর্ধ্বলোকে ঘোরে সে যখন
ক্ষত অঙ্গ হ’তে তার ঝ’রে পড়ে ক্লেদ, রক্ত, পুঁজ,
বিভ্রান্ত বিজ্ঞানী আর সংখ্যাহীন ইয়াজুজ মাজুজ
পরম মুক্তির নামে দেয় তাকে চরম বন্ধন।

এ পৃথিবী শান্তি চায়, শান্তি চায় মানুষের প্রাণ;
সংশয়-সন্দেহ-দ্বন্দ্ব-অবিশ্বাসে রক্তাক্ত, বিক্ষত,
তারকালোকের পথে হয়তো সে চায় পরিত্রাণ;
মারণাস্ত্র গড়ে তবু মৃত্যুভয়ে আজ সে বিব্রত
জানি না কখন তার দুঃখ রাত্রি হবে অবসান
কণ্টকিত প্রশাখায় ফুটবে সে গোলাবের মতো।।