অভিযাত্রিকের প্রার্থনা

আমাকে মাতাল করো উচ্ছল তোমার শিরাজীতে,
মরু মদীনার বক্ষে যে সুরার সুতীব্র দাহিকা
আরব-আজম ব্যাপি ছড়ায়েছে জীবনের শিখা,
মাতাল হ’য়েছে বিশ্ব যে সুরার তীব্র স্পর্শ নিতে,
মাতাল হ’য়েছে মন যে সুরার মুক্ত সরণিতে,
আমাকে মাতাল করো প্রাণ-তপ্ত সেই সুরা-রসে,
ঝড়ের সংকেত দও তার অগ্নি-উত্তপ্ত পরশে;
মরুভূর জ্বালা আনো সুখ-সুপ্ত মোর ধরণীতে।

জ্বালাও আগ্নেয় স্পর্শে বহ্নি শিখা শিরায় শিরায় …
আমার উধাও গতি মানে না পাহাড়, নদী, বন!
আমার দুরন্ত অশ্ব ঝাঁপ দিয়ে পড়ে দরিয়ায়
: ছড়াবো তোমার দীপ্তি আর কোন্ প্রান্তর ছায়ায়?
কোন্ মাঠ, কোন্ বন শুনেনি এ সমুদ্রস্বনন
সময়ের খরস্রোতে জীবন্ত যে দীপ্ত মহিমায়।।