পাঁতি রাজা

রাজ্যপাট ডুবু ডুবু গদী ভেসে যায়
গোলামের আন্দোলনে, ভ্যাবাচ্যাকা খেয়ে
পাতিরাজা খেপে ওঠে দিশা নাহি পেয়ে
বনেদী রাত্রের স্বপ্ন নরকে গড়ায়।
‘তু’ শব্দে নাড়িয়া লেজ যদিও জানায়
কৃতজ্ঞতা পারিষদ, তবু দেশ ছেয়ে
জনতার আন্দোলন খোলা পথ বেয়ে
হানা দেয় মহলের রুদ্ধ দরজায়।

পাতি রাজা রেগে বলে: ওঠাও সংগীন
গোলামের হাড় পিষে করে দাও বালু
রাজাদের দিন হবে সম্পূর্ণ রংগিন
(রস রক্ত শুষি নেবে নির্ভীক আঠালু)
কিন্তু সে আশায় বাধ সাধে বিত্তহীন
দুরাশা চড়াই পথ হয়ে পড়ে ঢালু।।