প্যাঁচা ও বাজ

‘বিরাট মূখর্তা নিয়ে বুঝবে কি প্যাঁচার কদর,
ঘন অন্ধকার বনে চলে যার সুতীক্ষ্ণ নজর?’
‘ইদুর না চেয়ে শুধু চাও যদি আজাদী, ইজ্জৎ
খোঁজো মুক্ত দিবালোকে হিক্মত; বাজের হিম্মৎ।’