পরিচিতি

যখন দু’খানা ট্রেন মুখোমুখি হ’তে না হ’তেই
নিমেষে বিদ্যুৎ বেগে ছুটে যায় যে যার নিজের
পথে,-তখনি তোমাকে মনে পড়ে, মনে পড়ে ফের
অনেক অস্পষ্ট ছায়া মুখচ্ছবি-তবু রেখা নেই।
সমান্তরাল রেলে পাশাপাশি সে এক মাঠেই
কখন হল যে দেখা (যে হিসাব সন তারিখের
কি লাভ সে দিনটাকে টেনে এনে) তবু সময়ের
জের টেনে চলি, যাকে ভোলা যেতো অতি সহজেই।

আবার কখনো যদি দেখা হয়, কিংবা ফিরে আসি
সমস্ত অস্পষ্ট মুখ জাগবে কি মনের শার্শিতে,
এতকাল জেগে আছে গোধূলির অস্পষ্ট আর্শিতে
যে সব কথার দীপ্তি, ভুলে যাওয়া আনন্দের রাশি
উঠবে কি জেগে তারা এক দিন যেমন চকিতে
সমান্তরাল পথে উঠেছিল ফুটে পাশাপাশি।।