প্রার্থনা /দুই

আগ্নেয়গিরির জ্বালা, অস্থিরতা, এই অসহন
অন্তর্দ্বন্দ্ব নিয়ে বলো এ ভাবে কাটাবো কতকাল,
কত কাল রবে বলো অশান্তির এই ধূম্রজাল;
এই মৃত্যু-তিক্ত দাহ বঞ্চনার সুতীব্র দহন?
দুর্বিষহ যন্ত্রণায় ম্লান বৃন্তে মূৰ্হিত এ মন
বিষের ধোঁয়ায় নীল আচ্ছন্ন রবে সে কত দিন?
আমার প্রার্থনা শোন, দাও মুক্ত প্রভাত রঙিন;
ভোরের শিশিরে স্‌নিগ্ধ করো এই রৌদ্র-দগ্ধ বন।

মানুষের যে কাফেলা বিচ্ছিন্ন রয়েছে বিয়াবানে
মুক্ত জীবনের তীরে আজ তার হোক অবসান,
নামুক হেরার রশ্মি আজ তার শিয়রে অম্লান;
সত্যের প্রদীপ্ত শিখা জাগুক সকল ভ্রান্ত প্রাণে।
আবর্ত-সংকুল রাত্রি যত হোক অশান্ত তুফানে
তবু গেয়ে যাব আজ পূর্ণ কণ্ঠে প্রভাতের গান।