প্রেমানন্দ গোস্বামী

প্রেম-পন্থী সে গোস্বামী মহা প্রাণ
ধ্যান করে সবই ‘অখণ্ড অম্লান!’
পুব দেশে গেলে জমে না যে কারবার
বুঝেছে সে, তাই ধ্যান করে বারবার,
বগলতলায় বাগিয়ে বক্র ছুরি
করে জ্ঞানপাপী ধ্যানের ঘরে সে চুরি!

হায়াত দারাজ চেনে ঐ ‘শিবনেত্র’
তাইতো নে তোলে ব্যঙ্গের বিষ বেত্র।

বলে সে: যেখানে আছো, ঠিক থাকো ভায়া,
হাত বাড়ালেই পাবে যে বিষম হায়া,
পরিণাম ভেবে কাজ করে সজ্জন,
করে না অহেতু প্রচার বা তর্জন;
হোক না শরীর হাতির মতই বড়ো
কোরো না সকল পথে তুমি নড়েচড়ো।
হায়াত দারাজ তোলে না আওয়াজ ব্যর্থ;
ঘটে অঘটন যদি কেউ করে দ্ব্যর্থ।।