প্রতীক

যৌবন যে প্রেমের প্রতীক বলি না তা
বাসন্তী নীল দিনগুলি যার রূপ বিভায়
কাটলো সুরের দাহ নিয়ে ঝড় হাওয়ায়
পিছন পানে তাকিয়ে শুনি সেই গাথা।
ফাল্গুনে যে সবুজ শিখা সেই পাতা
ঝ’রল যেদিন তাকিয়ে দেখি মোর শাখায়
ফুলের জোয়ার রিক্ত শাখার শেষ সীমায়
প্রেমের নতুন জয়ধ্বনি জয়গাথা।

প্রৌঢ় শরৎ রাত্রে দেখি তৃপ্তিলীন
এই পৃথিবীর তপ্ত শিরা শান্ত হিম,
শ্রান্তি মধুর স্বপ্ন ছড়ায় মধ্য দিন
পাপড়ি ধূসর পরান তবু আরক্তিম;
দীর্ঘ স্মৃতির রন্ধ্রে জাগে বর্ণহীন
গন্ধভারে পূর্ণ আমার মন অসীম।।