প্রতীক্ষা

কোথায় অনেক দূরে নামিয়াছে বৃষ্টির কোমল
সজল সহানুভূতি- কোথায় জ’মেছে যেন মেঘ
দূর বহুদূর হ’তে বাতাসের সাথে সেই জল
স্বপন আশ্বাস আনে। কবে তুমি দেখা দেবে মেঘ?
আমার আতপ্ত বুকে রাত্রিভরা তারার ইঙ্গিত,
বন্ধ্যা ধরণীর বুকে আজ শুধু মেঘের উদ্বেগ
চাতকের ব্যগ্র ওষ্ঠে আজ শুধু তৃষ্ণার সঙ্গীত
তৃষ্ণার্ত অন্তর কাঁদে: কবে তুমি দেখা দেবে মেঘ?

কবে তুমি দেখা দেবে? নিবিড় নীলের পরিহাস
কবে ঢেকে দেবে তুমি শ্যামলিম সজল ছায়ায়
অশ্রুহীন তারকার বুকে দেবে মুক্তার আশ্বাস?
স্বাতী নক্ষত্রের বারি খুঁজি ঊর্ধ্বমুখী পিপাসায়।
আকাশ ঢাকিবে মুখ, তুমি দাও সজল আবেগ।
আজ প্রতীক্ষায় আছি। কবে তুমি দেখা দেবে মেঘ?