প্রত্যয়

ঘাসের সবুজ শীষে অরণ্যের রং জেগে আছে।
তোমার দু’চোখে নীল মেঘমুক্ত আকাশের আলো
আমার সত্তায় আজ নবতর বিস্ময় জাগালো,
জীবনের সব স্বপ্ন সংগোপনে দেখি চারাগাছে।

বিশাল সৃষ্টির বুকে কিম্বা যুগ্ন তারকার নাচে
দ্বিধাহীন সে প্রত্যয় প্রত্যাশার প্রদীপ জ্বালালো,
দেখিনি যা এত দিন আকাশের সেই মুক্ত আলো
তূর পাহাড়ের দীপ্তি মনে হল আজ মোর কাছে।
প্রত্যয়ের সূর্যালোকে অবকাশ নাই সংশয়ের,
শবে-বরাতের রাতে জ্বলে সে নিষ্কম্প শামাদানে,
কিম্বা চলে বিয়াবানে পরিপূর্ণ প্রজ্ঞার সন্ধানে,
মুসা কালীমের মত সহযাত্রী; বন্ধু খিজিরের
চলে অবিশ্রান্ত গতি জীবনের পূর্ণতার টানে;
স্পর্শে যার সুসম্পূর্ণ রূপ পায় গান মুহূর্তের।।