পুঁজির প্রগতি

এক জমিদারী তুলে তোমাকে ফেলেছি দুর্বিপাকে
এ কথা ভেবো না তুমি, সর্ববিধ আরাম আয়েশ
অবশ্যই পাবে, যদি মেনে চলো পুঁজির পন্থাকে
পাবে তুমি বিনা শর্তে দুরারোহ আনন্দের রেশ
বাণিজ্যে নাচিবে নটী, সুদের সোনালি কারবারে
সাক্ষী এসে ধরা দেবে, যাবতীয় শেয়ারবাজার
তোমার বিজয়বার্তা অবশ্য ঘোষিবে চারিধারে
জমিদারী হারিয়েও তুমি হ’বে দোসর রাজার।

দেখিবে গোলামী প্রথা আদতেই অসম্ভব নয় –
প্রজা হয়ে ছিল যারা হবে তারা খাটি ক্রীতদাস
সভ্যতার নামে তুমি অবশ্যই দেখাবে বিনয়
কেননা বিচিত্র রূপে ও কথাটা দিতেছে আশ্বাস।
প্রগতির ইতিহাস দেয় আজ সাক্ষ্য অনুরূপ
সুযোগ খুঁজিয়া নাও হে সন্ধানী থেকো না নিশ্চুপ।।