পুঁথি-পড়া: মুহার্রাম মাসে-১

‘লহু ভরা দুই হাত ইমাম উচা করে।
ইমামের লহু গেল আসমান উপরে।’

পুঁথি পড়া শুরু হল যখন গাঁয়ের দহলিজে
সুরেলা দারাজ কণ্ঠ শুনে কার ভীড় করে আসে
প্রাচীন সড়ক ভূলে হাটুরিয়া! এই চান্দ্র মাসে
কি বেদনা সংগোপন কোনখানে জানে না সে কী যে
পুঁথির গোপন যাদু (বোঝাতে যা পারে নাই নিজে),
যখন শোনে সে দিয়ে কলিজার তাজা খুনে দাম
সব মজলুমের তরে ফরিয়াদ জানায় ইমাম
লহু ভরা হাত তুলে; বেদনায় চোখ ওঠে ভিজে।

জেগে ওঠে কারবালার মরু মাঠ, ফোরাত নদীর
উচ্ছল প্রবাহ; – তীরে এজিদের পাহারা! যেখানে
পানি বিনে তড়পায় শিশু আর মূর্ছাহত প্রাণে
ধুকে মরে পিপাসার্ত নারী নর, দু’পাশে রুধির
শহীদের, ব’য়ে যায় খরস্রোতা পানির সন্ধানে;
যেখানে সংগিনে ঘেরা অবরুদ্ধ ফোরাতের তীর।।