রিলিফ

পাশ ফিরে শুতে যেয়ে গত রাত্রে অমুক সাহেব
বুঝেছেন কোমরের অনির্বাণ বেদনা ঈষৎ
সদরে খরচাধিক্যে ক্রমান্বয়ে হ্রাসপ্রাপ্ত জেব
সুতরাং প্রাতঃকালে মেজাজটা তাঁর বিষবৎ
হওয়াটা আশ্চর্য নয়: এদিকেও বিপদ প্রচুর
বন্যার্ত জীবের দল শত কণ্ঠে করে ফরিয়াদ
:ভেসে গেছে শিশু কার নাই খোঁজ গোরু ও জরুর
ছেদহীন আনন্দের মধ্যে এনে তিক্ত বিসম্বাদ।

বোঝে না পশুর দল সাহেবের স্বপ্ন ও খায়েশ
সকালটা মাটি করে দিল যত হা ঘরে বেল্লিক
আদালীকে হাঁক দিয়ে উচ্চ কণ্ঠে বলেন ‘মহেশ’।
বলে দাও হুজুরের তবিয়ৎ আজ নাই ঠিক!’
অতঃপর শ্লথপদে কক্ষে তিনি আঁটিলেন খিল
দুঃস্থরা ধরিল পথ কিছু নয় সতেরো মাইল।।