রূপকথা

যদিও চাইনি আমি তবু সেই রূপকথা শোনা
সন্ধ্যার দৌরাত্ম্য আজও জেগে আছে আমার মনের
বাঁকাচোরা কুঠুরিতে, জেগে আছে মন পবনের
আশ্চর্য ক্ষিপ্রতা আর আকাশে স্বপ্নের জাল বোনা।
পৃথিবীর কাটাঝোপ ক্রমাগত ক’রেছে বঞ্চনা,
সমস্যাসংকুল মাঠ সমস্যা করেছে আরও জমা,
তবু দেখি মরে নাই সে সন্ধ্যার ব্যাঙ্গমী ব্যাঙ্গমা;
এখনো হয়নি শেষ কোকাফ মুলুকে আনাগোনা।

যেখানে রহস্য ঘন পাহাড়ের ঘুমন্ত ছায়ায়
ডালিমের ডাল ভরে ফুটে আছে উজ্জ্বল চিরাগ
বনানীর, যাদু তেলেস্মাত ঘেরা নীল বঞ্চনায়
যেখানে মৃত্যুর মুখে ফোটে জীবনের অনুরাগ;
কোকাফ মুলুকে সেই জাগে আজও সন্ধ্যার হাওয়ায়
হুরের মতন কন্যা যৌবনে লাগেনি যার দাগ।।