সাহিত্যে ঐতিহ্য: এক

ঐতিহ্যটা চাও যদি আঞ্চলিক ভিত্তিতে কেবল
তাহ’লে গুরুর সঙ্গে কেন তুমি করো না কোন্দল?
‘বাঙলার কবি’ কেন মহারাষ্ট্র, রাজপুতানার
কাল্পনিক গাথা গানে করে দেন হৃদয় উজাড়?
মক্কা মদীনার পথে কেন তবে সতর্ক পাহারা?
কি সূত্রে বাঙালি হয় ভিন্নভাষী অবাঙালি ধারা।।