সামুদ্রিক

নীল যৌবনের দিন রুদ্ধ করি পাথর জমাট
দাঁড়ায়েছে শিলাশৃঙ্গ, ভিড় ক’রে চ’লেছে অন্ধেরা
পাহাড়ের সানুদেশে। অবলুপ্ত সামুদ্রিক ডেরা।
রাত্রির বিষন্ন মেঘে বদ্ধ হ’ল সকল কপাট,
নদর্মার ভোজ্য তুলে ভরিছে বুভুক্ষু রাজ্যপাট
ভীরু যাত্রীদল- যেথা ধ্বংসমুখী জীবনের ভিত
এক পাশে নুয়ে প’ড়ে শোনে অস্ত চাঁদের সংগীত
রুধিরাক্ত বন্যাবেগে ভেসে যায় অথর্ব ললাট।

ঊষর মধ্যাহ্নে তার মরুভূর দীর্ঘ অবকাশ
ভরে মনসার ঝোপে, দীর্ঘ পথ কণ্টকবিক্ষত,
শিকারীর বর্শাবিদ্ধ ভুলেছে সে সকল বিশ্বাস
প’ড়ে আছে পথপ্রান্তে স্তূপীকৃত হতাশার মত,
ডেকে যায় সমুদ্রের লোনাজল, বিস্তীর্ণ আকাশ
পড়ে থাকে মাংসস্তূপ শিকারীর ফলকে আহত।।