শিল্প-বিচার

যদি কোন বেরসিক করে উল্টা শিল্পের বিচার
ছেড়ে যেতে রাজি আছি নির্বোধ ব্যক্তির কারবার।
শুধু সচকিত হই এ সংবাদে কখনো কখনো
সমালোচনার ভার নেয় যদি ব্যর্থ শিল্পী কোনো।

(মন্তব্য)
পচা শামুকের ধার
বেঁচে আছে কিংবদন্তী হ’য়ে,
‘পা কাটার যম’ কারা
চিন্তা করে দেখো স্থির হ’য়ে।।