শহীদ স্মরণে

মৃত্যু আসে পা’য় পায়, মৃত্যু আসে নিভৃত গোপনে,
মৃত্যু আসে অলক্ষিতে, মৃত্যু আসে হিমেল প্রশ্বাসে,
ক্লেদ কীর্ণ জীবনের রুদ্ধদ্বার কক্ষে মৃত্যু আসে;
মৃত্যু আসে তিলে তিলে শ্রান্তি-ম্লান সুপ্তির বন্ধনে।

আর এক মৃত্যু আসে এ জীবনে মুক্তির স্পন্দনে,
শুষ্ক সমাধির বুকে প্রাণবন্ত বহ্নির আভাষে,
শহীদের তাজা রক্তে অন্তহীন মাটিতে, আকাশে
দুর্গমের অভিযাত্রী লক্ষ কোটি আত্মর ক্রন্দনে।

মৃত্যু তবু মৃত্যু নয়! নিল যারা শহীদী শপথ,
মৃত্যু-বিভীষিকা মাঝে পেল যারা প্রাণের সঞ্চয়,
মৃত্যুর পরিখা প্রান্তে ওঠে আজ তাহাদেরি জয়;
অমর্ত্য, মহিমা-দীপ্ত প্রোজ্জ্বল প্রাণের শাহাদত;
ক্ষুদ্র পরিধির বুকে আনে নিত্য নতুন বিস্ময় মরণের
অন্ধকারে করে মুক্ত জীবনের পথ।।