সমাচ্ছন্ন

আচ্ছন্ন চেতনা, বুদ্ধি। চোখে ভাসে রাত্রি-কালছায়া
অথবা মৃত্যুর হাত মুছে ফেলে দিগন্ত কিনার,
যত ভুলে যেতে চাই স্পষ্ট হয়ে ভাসে ততবার;
ছায়ার মিছিলে আসে ভীড় করে অশরীরী কায়া।
মরণ সূচির সত্য। তবু একি অপরূপ মায়া
পৃথিবীর (মোহাচ্ছন্ন ক’রেছে যে সত্তাকে আমার
শিশুর হাসিতে কিম্বা প্রদীপ্ত আভায় তারকার)!
রাত্রির প্রহর তবু মুছে ফেলে সব আলো-ছায়া

যত ভাবি এ জীবনে বিদায়ের দিন সমাগত
অজানা বিষাদে তত ভরে ওঠে মূহুর্তের গান,
হাজার বছর কাটে যে মাটিতে পলকের মত
সেখানে উজ্জ্বল দীপ ক্ষণে ক্ষণে হয় ছায়া-ম্লান,
দিগ্বিজয়ী সিকান্দার যে ধূলিতে হয়েছে বিগত
জুল্মাতের তীরে দেখি সেখানে আসন্ন অবসান।।