সন্ধ্যায়

আরক্ত সন্ধ্যার মুখে টেনে দিল রাত্রির নেকাব
মৃত্যুহীন অন্ধকার। এখন যায় না দেখা তার
তারুণ্যের স্বর্ণবিভা, চিবুক-নিটোল শুভ্রতা
মর্মরে খোদিত মুখ। প্রশ্ন আর পায় না জওয়াব,
ফিরে আসে এই মনে যে মনের বিচিত্র স্বভাব
রাত্রির অলিন্দ খুলে পাড়ি দিয়ে ঘন তমিস্রার
মরু মাঠ,- খুঁজিয়াছে লায়লার আঁখি তারকার
রংমহল; সুর চাহিয়াছে ফিরে সুরেলা রবাব।

সুর আর সুরযন্ত্র যে চেয়েছে একান্ত নিভৃতে
অবিভাজ্য সত্তা নিয়ে জীবনের সম্পূর্ণ প্রয়াসে,
এ সন্ধ্যার অন্ধকারে ডাকে তারে নিরন্ধ্র আকাশে
ডেকে যায় দূরে দূরে নৈঃশব্দ্যের, রাত্রির প্রেক্ষিতে;
ক্ষণিকের অবকাশ- শিশির কণিকা দুর্বাঘাসে
কান্নার সমুদ্র এক রেখে যায় সুরে ও সঙ্গীতে৷।