সুন্দরবনের মামার প্রতি

হে মামা! থামাও প্যাঁচ, বিশ্রান্ত ভাগ্নে যে
তোমার কৌশল দেখে সতত বিস্মিত।
ছিলে যবে বীর্যবন্ত কাঁপায়েছ তেজে
বন, আজ নখদন্তহীন; তাই ভীত
সকলে। কেননা তাতে অন্য পথে গতি
হয়েছে তোমার মামা। জানি কোনমতে
পালানো সম্ভব নয়, নাই অব্যাহতি
তোমার অতীব সূক্ষ্ম বুদ্ধিজাল হ’তে।

প্রতিদিন আমাদের ভালো করিবার
চেষ্টায় করিছ যাহা, জানি মোরা সে তো
নিখিল আত্মীয়কুল করিতে সাবাড়,
বলবীর্যহীন হ’য়ে রোগগ্রস্ত বেতো
নতুন চাতুর্য নিত্য করো আবিষ্কার।
তুমি না করিলে দয়া বাঁচিব তবে তো।।