গুরু-শিষ্য সংবাদ

গুরু
কে বলে আর লাগবে না জোড়, টুকরো যদি বর্তন;
সবাই মিলে বাহু তুলে গাও জোরে আজ কীর্তন।

শিষ্য
নেচেছি ঢের, গেয়েছি ফের ঐ পুরোন কীর্তন,
গান গিয়েছে মাঠে মারা; ব্যর্থ যে আজ নর্তন!

গুরু
নতুন ভাবে করো শুরু সঙ্গীত আর নৃত্য,
হয়তো তাতে খুশী হবে শেখ সাহেবের চিত্ত।

শিষ্য
শেখ জানে তার স্বকীয়তা, মৌলিকতা, কৃষ্টি,
ঘাটালে সে লাকড়ি তুলে করবে অনাসৃষ্টি,
বাজুতে সে পেয়েছে তার তমদুনী হিম্মৎ,
তুমিই বরং গান গেয়ে যাও; আমি করি সঙ্গত।।