তারকা

যে অশ্ববদনা তন্বী নিখিল তরুণ হৃদয়ের একমাত্র
অধিপত্নী, নিত্য যার বেড়ে যায় দাম
(নেপথ্যে তোমাকে বলি: খোঁজ নাও বন্ধু পকেটের
রৌপ্যের প্রাচুর্য হ’লে পুরে যেতে পারে মনস্কাম)
সে নারী আপন দেহে জেনো কভু বসায়নি হাট
আর্টের পূজারী দল অতিশুদ্ধ আর্টের খাতিরে
চাদর আড়াল টেনে ভরিয়েছে তার শূন্য খাট
কখনো করেনি ভয় সামাজিক চড় ও লাথিরে।

কচি কাঁচা দল মুগ্ধ তার এক কটাক্ষ ইঙ্গিতে
তরুণ হৃদয় লুব্ধ থাকে তার পাদুকার সুরে-
যখন কাঁপিয়ে পথ বিজয়িনী অপূর্ব ভঙ্গীতে
নাগরের বাহুলগ্না ‘জীপে’ ওঠে বহু পথ ঘুরে
হতাশ্বাস ভক্তবৃন্দ খোঁজে তারে বিরহ সংগীতে;
শতেক হৃদয় বন্দী নিবেদিত সে-তারার খুরে।।