তায়েফের পথে

তায়েফের পথে বেলা পড়ে এল সওদাগর।
মরু-সাইমুম বৈকালী শ্বাসে বালুর ঝড়
এখন কেবল নিথর মৃত্যু ভয়ংকর
এখন কেবল বইছে আকাশে প্রলয় ঝড়,
তায়েফের পথে বেলা পড়ে এল সওদাগর।
তায়েফের পথে বেলা পড়ে এল…

এখন তোমার একাকী রাতের শিলারোহণ,
ঊষর মরুতে একাকী দিনের বীজ বপন।
এখন তোমার সুদূর-যাত্রা সঙ্গীহীন,
রাত্রি ঘনালো তিমির অতলে ডুবছে দিন,
তায়েফের পথে ম্লান সন্ধ্যার শ্রান্তস্বর:
তায়েফের পথে বেলা পড়ে এল সওদাগর।
তায়েফের পথে বেলা পড়ে এল…

হারালো তোমার নিশীথারণ্যে সাথী কাফেলা
আজ পথ চলা সঙ্গীবিহীন শুধু একেলা,
প্রতি পাথরের প্রাকার পারাতে প্রলয়াঘাত
দুর্গম পথে প্রতি পায়ে পায়ে শোণিতপাত,
প্রবল আঘাত বাধায় আহত শুষ্কাধর!
তায়েফের পথে বেলা পড়ে এল সওদাগর।
তায়েফের পথে বেলা পড়ে এল…

ক্ষণ সুযোগের প্রতীক্ষা নয়, পরাণপণ-
দুই পাশে রেখে মৃত্যু, পাহাড়ে অধিরোহণ,
যদিও আঘাত ঝরেছে শিলার অঝোর ধার,
তবু বোঝা নিয়ে হে সওদাগর! পথ ঊষার
ভুলে যেতে হবে, ভুলে যেতে হবে পথের ডর।
তায়েফের পথে বেলা পড়ে এল সওদাগর।
তায়েফের পথে বেলা পড়ে এল…

এখানে পথের মধ্যে পাহাড় রয়েছে খাড়া
চলবে না আজ নোয়ালে তোমার ও শিঁরদাড়া,
কাঁটা-দুর্গম শিখরে আনতে ফুলের বান,
রাত্রির তীরে জাগাতে দিনের রাঙা নিশান,
অসংখ্য বাধা:পথে চেয়ে দেখো বালুর স্তর
তায়েফের পথে বেলা পড়ে এল সওদাগর।
তায়েফের পথে বেলা পড়ে এল…

তায়েফের পথে জমা আছে দেখো শোণিত স্নান,
ফসলের আগে জমা আছে দেখো বান, তুফান,
শস্য কীটের মুখে অপঘাত, নির্যাতন,
রুদ্ধ-নিসাস মৃত্যুর পালা, শিলা পেষণ,
আর আছে ঝড় দু’চোখ ধাঁধানো প্রলয় ঝড়,
তায়েফের পথে বেলা পড়ে এল সওদাগর।
তায়েফের পথে বেলা পড়ে এল…

তবুও থেম না, আজ এই পথে নাই বিরতি,
দু’ধারে মৃত্যু পাহাড়ের মাঝে প্রবল গতি,
এখানে থামার নাই অবসর। দিনের মত
আঁধার পর্দা কেটে যেতে হবে অনবরত।
ক্রমাগত বাধা, পাহাড় পারায়ে সূর্যোদয়,
যদিও এ পথে সহস্র ভয় নাই তো ভয়,
যদিও এ পথে মৃত্যুর ডর নাই তো ডর,
এ পথের হাওয়া দিতেছে দিনের শুভ খবর,
নবজীবনের সাক্ষ্য দিতেছে মৃত কবর;
তায়েফের পথে বেলা পড়ে এল সওদাগর।
তায়েফের পথে বেলা পড়ে এল-
তায়েফের পথে বেলা পড়ে এল…