‘তোমাকে জাগাবো’

তোমাকে জাগাবো ব’লে দ্বারপ্রান্তে আসি যতবার
ততবার ফিরে যাই (সম্পূর্ণ নিঃসাড়, অচেতন
সুপ্তির মাদক স্পর্শে শাহজাদী ঘুমাও যখন
মেলে না প্রাণের সাড়া; পাই না তো বহ্নি চেতনার)।

রূপার কাঠির স্পর্শে এ কি ঘম দু’চোখে তোমার।
কোন যাদুকর এসে পাড়ায়েছে এ ঘুম কখন?
পারে না খুলিতে কেউ এ ঘুমের জটিল বাঁধন
ফিরে যায় শাহজাদা সফরের পথে বেকারার।

বন্দিনী, দৈত্যের হাতে তুমি আজ পৃথিবীর মত
পড়ে আছে নিঃসহায় (জিন্দেগানি মৃত্যুর সমান,
জাগে না তোমার কণ্ঠে ভারমুক্ত জীবনের গান),
দুর্বহ যাদুর বোঝা ক’রেছে তোমাকে অবনত!
ভুলের পংকিল পথে হারায়েছো সে প্রাণ অম্লান।
(আত্মার মরণে আজ দুরারোগ্য বিষাক্ত এ ক্ষত)।।