ট্রাডিশন

গাঁজা না টেনেও বহু ক্লান্ত রাত্রে ত্যাগাবন্ড হরু
দেখিয়াছে মার্কামারা সমাজের হিতৈষী পরম
গোরুর সন্ধানে ফেরে। পোষমানা পরকীয়া গরু
মুহূর্তে বাঁকায়ে শিঙ হয়ে পড়ে নিমেষে গরম।
অত্যাশ্চর্য রূপান্তর মানুষের সে পুণ্য গো-রূপ
বিবিধ বেহায়া কাণ্ড চর্ম চক্ষে দেখে নির্বিকার
অতি প্রশংসিত ভাবে পড়ে আছে নীরব নিশ্চুপ
সুদীর্ঘ সুযোগ দিয়ে তস্করের সাফাই বিদ্যার।

দীর্ঘ যুগ যুগান্তের এই রীতি এই ট্রাডিশন
কখনো হয় না এর কোনো রূপ ইতর বিশেষ
বিদ্রোহের কথা যদি কেহ কভু করে উচ্চারণ
সকলে থামিয়ে দেয় উচ্চ কণ্ঠে বলি: গেল দেশ
মার্কামারা হিতৈষীরা এ সুযোগ করিয়া গ্রহণ
দল শুদ্ধ সুখে আছে, খাসা আছে বেশ।।