ভেক

যখন মেলে না কল্কে, তখনি তো, কেবল তখনি
বাধ্য হ’য়ে ধার করি, বাধ্য হ’য়ে ভেক বদলাই
নতুবা চরিত্র মোর বজ্ৰদৃঢ়, কোন খুঁত নাই।
অনর্থক তোলো সবে গণ্ডগোল, শব্দের অশনি
আমার কি ক্ষতি তাতে নিজেরাই শোনো প্রতিধ্বনি
অকারণে ক্ষয় করো নিজেদের প্রাণশক্তি ক্ষীণ,
ভেক বদলায়ে আমি সে মুহূর্তে সম্পূর্ণ রংগিন
লভিয়া নতুন কল্কে এ জীবন ধন্য ব’লে গনি।

প্রাকৃতিক এ নিয়মে গণ্ডগোল করার কী আর
আছে প্রয়োজন? শোনো, বৈজ্ঞানিক তথ্য যে সাবেক
শিশু ক্রমে বৃদ্ধ হয় বদলায়ে পুরাতন ভেক,
এ ছাড়া পূর্ণতা পথে অন্য কিছু নাহিকো বাধার-
তুমিও পূর্ণতা পাবে এই পন্থা ধরিলে বারেক;
অন্যথায় কীট হ’বে চিরদিন গোলকধাঁধার।।