ভোরের গান

আবার উজ্জ্বল ভোর আসুক উন্মুক্ত বাতায়নে,
জাগুক প্রথম সূর্য (অষুত বৎসর আগেকার
সে সূর্য ভাঙালো ঘুম আদমের, সে সূর্য আমার
বাতায়নে দেখা দিক দীপ্ত মুখে দিনের প্রাঙ্গণে)।

আসুক ভোরের হাওয়া চেতনার তাপদগ্ধ বনে,
যে প্রভাত আনে বয়ে পরিপূর্ণ প্রাণের জোয়ার,

আলোর তাজিতে হেসে অনায়াসে হয় যে সওয়ার
মুক্তির সম্পূর্ণ স্বাদ স্পর্শে যার পাই ক্ষণে ক্ষণে।

অনেক খুঁজেছি আমি, পাই নাই এমন প্রভাত,
এমন সোনালী ভোর পরিপূর্ণ গোলাবের মত
কাঁটার আড়াল ভেঙে এ জীবনে আসে নাই ফিরে।

সে ভোর আসুক আজ প্রতীক্ষিত দিবসের তীরে
(সংশয়ের অন্ধকারে যে প্রভাত ছিল মূৰ্ছাহত,
ইঙ্গিত করেছে যাকে রাত্রিশেষে আদম সূরাত)।।